1. info@www.fenirkantho.com : news :
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোপালে অসহায় পরিবারের মাঝে পায়রার হুইল চেয়ার বিতরণ ছাগলনাইয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মত বিনিময় আলমগীর সিদ্দিকীর মত বিনিময় সভা ছাগলনাইয়া ট্রাভেল এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিয় সভা বৃক্ষ রোপন কর্মসুচী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে), ফেনী জেলা কমিটির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্যায় আটকা পড়া ওমরাহ যাত্রীর টিকেট রি-ইস্যুর দাবিতে সংবাদ সম্মেলন উত্তর পানুয়ায় শিক্ষা উপকরণ বিতরণ করেন বিএনপি নেতা মশিউর রহমান খোকন সহিংসতা পরিহার করে শান্তি প্রতিষ্ঠার আহবানে ছাগলনাইয়ায় পিএফজি’র মানববন্ধন ছাগলনাইয়ায় পিএফজির উদ্যোগে সভা অনুষ্ঠিত

গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপিকে সহযোগী হিসেবে চায় আ.লীগ : কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৭৭ বার পড়া হয়েছে

কোনো দলকে রাজনীতি বিমুখ করা শেখ হাসিনার সরকারের কাজ নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপিকে সহযোগী শক্তি হিসেবে চায় আওয়ামী লীগ।’

আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাত ওয়ারি আলোচনা সভায় এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়। পেতে চায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগী শক্তি হিসেবে। কোনো দলকে রাজনীতি বিমুখ করা শেখ হাসিনার সরকারের কাজ নয়। কোনো দল অন্য দলকে বিরাজনীতিকীকরণে নিতে পারে না যতক্ষণ ওই দল জনগণের কথা বলে, জনসংশ্লিস্ট কর্মসূচিতে সক্রিয় থাকে। বিএনপির জনবিরোধী ভূমিকা তাদের আত্মবিশ্বাসে চির ধরিয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাই তারা বিরাজনীতিকীকরণের কথা বলছে। তাদের সিনিয়র নেতারা রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে নেতৃত্বের প্রতি অনাস্থায়। নেতারাই বলছে, বিএনপি একটি কোমরভাঙা দল। দলের মহাসচিবের বাসায় হামলা করেছে কর্মীরা। তাই বলব, সরকারের দূরতম কোনো ইচ্ছে নেই বিএনপিকে দুর্বল করার। বিএনপি নিজেই নিজেদের ক্ষতির জন্য যথেষ্ট।’

সরকার বিরাজনীতিকীকরণের তো নয়ই বরং গণতন্ত্রের স্বার্থে আরো সক্ষম এবং শক্তিশালী বিরোধী দল চায় বলেও জানান ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের আস্থা নিয়েই এগিয়ে চলেছে সমৃদ্ধ আগামী নির্মাণে। এ অগ্রযাত্রায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিএনপি তাদের ভুল রাজনীতির খেসারত দিতে গিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে নির্বাচন কমিশন ও সরকারের ওপর।

নির্বাচনেকে ভয় পেয়ে যারা নির্বাচনের দিন সরে দাঁড়ানোকে অভ্যাসে পরিণত করেছে তারা জনগণ থেকে স্বাভাবিকভাবেই বিচ্ছিন্ন হবে। তাদের হটকারিতাই তাদের জনগণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

এ বিচ্ছিন্নতা বুঝতে পেরে বিএনপি বিরাজনীতিকীকরণের কল্পিত অভিযোগ আনছে সরকারের বিরুদ্ধে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং