ফেনীতে প্রথম বারের মত শহরে চলাচলকারী নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে ফেনী পৌরসভা। রোববার (৩০ জুলাই) পৌরসভা প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পৌরসভার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেয়র স্বপন মিয়াজী তার বক্তব্যে জানান- শুধুমাত্র মহিলাদের জন্য চালু হওয়া ৩টি বাস প্রাথমিক ভাবে ফেনী শহরের মহিপাল থেকে কলেজ রোড, লালপোল থেকে ডিসি অফিস কার্যালয় পর্যন্ত যাত্রী পরিবহন করবে। বাসের চালক পুরুষ, কিন্তু সুপারভাইজার ও হেলপার থাকবে নারী।