ফেনীর ছাগলনাইয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী -১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। ইউএনও মৌমিতা দাশের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অনু্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম মোস্তফা, এসিল্যান্ড মো: ফখরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার,বিআরডির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব প্রমূখ। অনু্ষ্ঠানে ৪৫জন নারীকে সেলাই মেশিন ও ২০জন শিক্ষার্থীকে বাই সাইকেল বিতরণ করা হয়।