ছাগলনাইয়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা চত্বরে উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ইউএনও মৌমিতা দাশের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদের সঞ্চালনায় অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জুলেখা শিল্পি,ওসি তদন্ত ইকবাল হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মোমিন প্রমূখ। তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ৭টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।