ছাগলনাইয়ার পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয় এর একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু নাসের মো: রেজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান মিনু , প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, তাজুল ইসলাম মামুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ মাহী রাসেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সি মোরশেদ আলম প্রমূখ।