ছাগলনাইয়ায় বিধবা ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের চলাচলের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়ার ডাকবাংলোয় চট্টগ্রাম কোস্টাল ক্যারিয়াস্ লি:এর চেয়ারম্যান, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন আহমেদ মাহি রাসেলের সার্বিক সহযোগিতায় ও আনোয়ারা বশর ফাউন্ডেশনের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাষ্টার আবুল কালামের সভাপতিত্বে ও আনোয়ারা বশর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম। বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, নুরুজ্জামান সুমন ও মুহাম্মদ আবুল হাসান প্রমূখ।
অনুষ্ঠানে ৮ দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন ও ২ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়।