ছাগলনাইয়ার দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। সহকারি শিক্ষক শিব্বির আহামদের পরিচালনায় ও অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনু্ষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, উপজেলা বন কর্মকর্তা মো : শাহ আলম,
বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য রেজাউল করিম খোন্দকার, সাংবাদিক মো: নুরুজ্জামান সুমন প্রমূখ।
উপস্হিত ছিলেন প্রভাষক শাহাদাত হোসেন মানিক,
হাবিবুর রহমান খোন্দকার, প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম চৌধুরী, শিরীন আখতার এমপির ব্যক্তিগত সহকারি আমিনুল ইসলাম নুর, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন।
অনু্ষ্ঠানে ৩শতাধিক বনজ, ফলজ, ঔষধি চারাগাছ বিতরণ করা হয়।