ছাগলনাইয়ার পাঠাননগরে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা ভোগীদের নিয়ে মত বিনিময় সভা
অনু্ষ্ঠিত হয়েছে। পাঠাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার দুপুরে পূর্ব পাঠানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলের সভাপতিত্বে অনু্ষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁইয়া, পাঠাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এয়ার আহাম্মদ ভুঁইয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট অবদান রয়েছে। এ সেবার আওতায় জনগণ বিভিন্ন ধরনের ভাতা ভোগ করছে।