ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা ভোগীদের নিয়ে মত বিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।শুভপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে দারোগারহাট ঈদগাহ ময়দানে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবে সংসদে, আমরা থাকবো রাজপথে। আগামী জাতীয় সংসদে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় অনু্ষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ইউপি সদস্য আবু বক্কর চৌধুরী বাচ্চু,
শুভপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি মুন্সি মোরশেদ আলম। উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক স্বপন।