ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।পাঠাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে রোববার দুপুরে পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলের সভাপতিত্বে ও ইউপি সদস্য বেলায়েত হোসের বেলালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁইয়া।অনু্ষ্ঠানে ৮ জন অসহায়কে সেলাই মেশিন দেওয়া হয়।