ছাগলনাইয়ায় মোশারফ হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনু্ষ্ঠিত হয়েছে। ইম্পীরিয়্যাল স্কুলের উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ি নুর হোসেন মজুমদারের সহযোগীতায় প্রথম বারের মতো মোশারফ হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।ছাগলনাইয়া পৌরসভার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইম্পীরিয়্যাল স্কুলে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনু্ষ্ঠিত হয়। ছাগলনইয়া উপজেলার ২৫টি বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীর ৩শতাধিক পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। উপস্হিত ছিলেন ইম্পীরিয়্যাল স্কুলের সভাপতি নুর হোসেন মজুমদার, প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক আবদুস সালাম সরকার, ইম্পীরিয়্যাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর আবছারুল হাই উজ্বল, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, পরিচালক( প্রশাসন) খালেদা আক্তার, পরিচালক ইকবাল হাসান মজুমদার, শাখাওয়াত হোসেন হিমু, জাহেদ হোসেন সুমন, ফজলুল হক ফজলু, আবদুল আলিম, মাহাবুবুল হক আনসারী, ফজলুল হক ফারুক, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু প্রমূখ।
বৃত্তি পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন মো: ইউনুস, সহকারী হল সুপার ছিলেন তৌহিদুল ইসলাম বুলু।
বৃত্তি পরীক্ষার আয়োজক নুর হোসেন মজুমদার জানান, তার বড় ভাই ছাগলনাইয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মরহুম মোশারফ হোসেন মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।আগামীতেও এ বৃত্তি পরীক্ষা চালু থাকবে বলে তিনি জানান।
আগামীকাল শনিবার ইম্পীরিয়্যাল স্কুলের আয়োজনে জাহিদুল হাই রন্টি স্মৃতি বৃত্তি পরীক্ষা অনু্ষ্ঠিত হবে।