ছাগলনাইয়ার রাধানগরে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা ভোগীদের নিয়ে মত বিনিময় সভা
অনু্ষ্ঠিত হয়েছে। রাধানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার দুপুরে জঙ্গলমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন মনিরের সঞ্চালনায় অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, কোষাধ্যক্ষ মোস্তফা ফরায়েজী,ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না
প্রমূখ।