ছাগলনাইয়ায় বিএমডিসি স্বীকৃত ডিগ্রী ছাড়া ডাক্তার উপাধি লেখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে । সোমবার সকালে ছাগলনাইয়ার রেজুমিয়ায় অননুমোদিতভাবে রোগীকে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করায় উত্তম কুমার শর্মার মালিক উত্তম কুমার শর্মাকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম। এসময় উপস্হিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ ইমাম হোসেন।
জানা যায় উত্তম কুমার শর্মা বিএমডিসি স্বীকৃত ডিগ্রি ছাড়াই ডাক্তার উপাধি ব্যবহার করে যথেচ্ছ ভাবে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করে আসছিলেন।