অবরোধ দিয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই যথা সময়ে নির্বাচন অনু্ষ্ঠিত হবে। শেখ হাসিনার সরকার থাকলে দেশ উন্নয়ন হবে,সামনের দিকে এগিয়ে যাবে।বুধবার বিকেলে ছাগলনাইয়ার করৈয়া বাজারে নির্বাচনী গণসংযোগ কালে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এসব কথা বলেন।
উপস্হিত ছিলেন জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, ছাগলনইয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন গেরিলা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ প্রমূখ।