জনপ্রিয় টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পন উপলক্ষে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার আয়োজনে বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।পৌর শহরের বাশার সিটি কমপ্লেক্সের ৪র্থ তলায় মোহনা টিভি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোহনা টিভি প্রতিনিধি ও দর্শক ফোরামের সভাপতি এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব এর সভাপতিত্বে ও সাংবাদিক এবিএম নিজাম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের নির্বার্হী সদস্য মিজানুর রহমান মজুমদার। অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদার, সাবইন্সপক্টর মোঃ আকতার হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মহসিন আলী।এসময় সাংবাদিক, রাজনৈতিক, ব্যাবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।