আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ছাগলনাইয়ায় গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখা
উদ্বোধন করা হয়। রোববার সকালে ছাগলনাইয়া পৌর শহরের এইচএস প্লাজায় প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ভার্চুয়াল মাধ্যমে উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ফেনী শাখার ব্যবস্হাপক কাউসার আহামেদ চৌধুরী, কাউন্সিলর হাবীবুর রহমান মজুমদার,বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্যাহ, আবদুল কাদের মিয়াজী, ছাগলনাইয়া শাখার ব্যবস্হাপক রাজিব দাশ, সাংবাদিক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকের উপশাখাটি স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে গ্রাহক সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।