ছাগলনাইয়ায় নারীদের হৃদরোগের ঝুঁকিমুক্ত থাকা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। কোস্টাল ক্যারিয়ারস লিঃ এর চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব দেবপুর মজুমদার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ জাহানারা আরজু। মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে ও সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, কবি ওবায়য়েত মজুমদার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাষ্টার আবুল কালাম, মহামায়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়েশা আক্তার, ইউপি সদস্য আয়েশা আক্তার, জাহেদা আক্তার, শির্রিনা আক্তার প্রমূখ।