ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত অটোরিকশা রিকশা চালক মোঃ শাহীন উদ্দিন স্বপনের বিধবা স্ত্রীর জন্য একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) রাতে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের পাঠানবাড়ীর নিহত স্বপনের বিধবা স্ত্রী লাকি আক্তারকে সেলাই মেশিনটি তুলে দেন সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন। সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের অনুরোধে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের আবদুল জলিলের পুত্র ওমান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আবদুর রহীম রিয়াজ লাকি আক্তারের জন্য এ সেলাই মেশিনটি পাঠান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও স্হানীয় ৯ নং ওয়ার্ড মেম্বার মাষ্টার আবুল কালাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সাখাওয়াত হোসেন, সেপাল নাথ, আশরাফুল হাসান টুটুল, প্রবাসী মোঃ নিজাম উদ্দিন, স্হানীয় আলা উদ্দিন, এনামুল হক, শেখ আহাম্মদ, পেয়ার আহাম্মদ, শাহ আলম ও আলী হোসেন প্রমূখ।