ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর বল্লভপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে একটি এলজিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাইফুল ইসলাম (৪০) উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।
ছাগলনাইয়া থানার ওসি মো হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান,এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা ও চুরিরসহ ৪টি মামলা রয়েছে।ওইসব মামলায় সে পলাতক ছিল।অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।