ছাগলনাইয়ায় নৌকার মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের সমর্থনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ছাগলনাইয়া বাজারের জিরো পয়েন্টে আয়োজিত পথ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী – ১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সহসভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক প্রমূখ।