ছাগলনাইয়ায় ‘ অংশীজনের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠা ’শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে (১৯ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক গোলাম মোহাম্মদ আজমের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন
উপ-পরিচালক মোঃ আবুল কালাম, পরিবার পরিকল্পনা ফেনীর উপ-পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ছাগলনাইয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হুদা, মেডিকেল অফিসার ফারজানা সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, পৌর কাউন্সিলর শাহেনা আক্তার, মাসুদা আক্তার, সাংবাদিক নুরুজ্জামান সুমন ও আবদুল আউয়াল চৌধুরী।