ফেনীতে সাংবাদিকদের সাথে ফেনী -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় এসময় উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবীর শামীম, সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাবেক পৌর মেয়র হাজী আলাউদ্দিন, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন প্রমূখ। নিজাম উদ্দিন হাজারী ৩য় বারের মতো ফেনী -২ আসনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকে নির্বাচন করছেন।