ছাগলনাইয়ায় ৫ দিনব্যাপী সমন্বিত খামার ও
বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সাইফুদ্দিন মো: হাছান আলী। ইউএনও সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর সহকারি পরিচালক সাইফ উদ্দিন আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: হেলাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক ভুঁঞা। উপস্হিত ছিলেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন সুমন, কমিউনিটি সুপার ভাইজার তাসলিমা আক্তারসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ।