ছাগলনাইয়ায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সাইফুদ্দিন মো: হাছান আলী, সহকারি পরিচালক সাইফ উদ্দিন আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: হেলাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক ভুঁঞা।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন মজুমদার। সাংবাদিক শাহ মোহাম্মদ ফয়সাল প্রমূখ।