ফেনী-১ ( ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনের এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এর পক্ষ থেকে উপজেলায় নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার(২৪ জানুয়ারি) বিকেলে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, মাননীয় সংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি’র পক্ষ থেকে ২হাজার কম্বল বিতরণ করা হয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে।
উপজেলার আ’লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ,ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিট’র সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বাদল পাটোয়ারী,
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন সোহাগ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মনির আহাম্মদ মজুমদার, মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনু, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য স্বপন,সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালাহ উদ্দিন কামাল, উপজেলা ছাত্র লীগের সভাপতি মুন্সি মোরশেদ আলম সহ
উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।