ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় বারের মতো বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির। গত ২২ জানুয়ারী স্কুল ম্যানেজিং কমিটির সভায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে তাঁকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভা সম্প্রতি প্রধান শিক্ষকের অফিস কক্ষে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ গোলাম আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন , বিদ্যোৎসাহী সদস্য বদরুদ্দোজা তারেক ভূঁইয়া, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা,অভিভাবক সদস্য আবুল হাসান, ফিরোজ উদ্দিন মজুমদার, দ্বীন মোহাম্মদ,দাদা সদস্য আব্দুল ওয়াহিদ মজুমদার।