ছাগলনাইয়ায় ২০কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন পূর্ব মধুগ্রামের মৃত আমিনুল হকের পুত্র হুমায়ুন কবির (৪৫) ও পশ্চিম মধুগ্রামের মৃত রুহুল আমিন প্রকাশ সোনা মিয়ার পুত্র জহুরুল হক স্বপন (৪৫)। মঙ্গলবার আদালতের মাধ্যমে আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে। ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান ইমাম এসব তথ্য নিশ্চিত করেছেন।