সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সম্রাট হোসেন নামে এক সৌদি প্রবাসী মারা গেছেন।
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় সৌদি আরবের আল কাসিম শহরের হইল শহরের শেহরি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায় প্রতিদিনের মত সকাল ১০ টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন,বাসা থেকে তিন কিলোমিটার দূরে মরুভুমি স্বরূপ স্থানে হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে মারা যান সম্রাট।
জীবিকার তাগিদে ৬ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি,সর্বশেষ ২ বছর আগে দেশ থেকে ছুটি কাটিয়ে গিয়েছিলেন সম্রাট।আসছে রমজানে দেশের আসার কথা ছিল তার।
সম্রাট হোসেনের দেশের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামে।তার বাবার নাম সুরুজ মিয়া।
সম্রাট হোসেনের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে, তার মৃত্যুর খবরে নিজ বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমেছে।