মুক্ত প্রাণের প্রতিধ্বনি এ শ্লোগানকে ধারণ করে ছাগলনাইয়ায় ভোরের কাগজ’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ছাগলনাইয়া গণপাঠাগারের মিলনায়তনে দৈনিক ভোরের কাগজ ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায়
বক্তব্য রাখেন যুবউন্নয়ন অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ ,ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ক্রীড়া সংস্হার অতিরিক্ত সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, সাংবাদিক নুরুজ্জামান সুমন, সাংবাদিক আবুল হাসান, ছাগলনাইয়া গণপাঠাগারের সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভুঁঞা, প্রবাসি জনকল্যাণ সংগঠনের উদ্যোক্তা শাখাওয়াত হোসেন, সাংবাদিক
জাহাঙ্গীর আলম, জিয়াউল হক বাপ্পি, ওয়ান ব্যাংক কর্মকর্তা আমিনুল হক, সাংবাদিক মিতুল চৌধুরী,
সংবাদপত্র বিপননকর্মী মো: ইউনুস প্রমূখ।
অনু্ষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা
করেন মাওলানা মোশারফ হোসেন।