ছাগলনাইয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পৌরসভা পর্যায়ে প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এম মোস্তফা। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শেখ জালালের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো : জাকির হোসেন। উপস্হিত ছিলেন কাউন্সিলর কাজী নুরুল আলম, শাহেনা আক্তার, শহীদ উল্যাহ, আবদুল লতিফ বাহার, মাসুদা আক্তার, জাহানারা বেগম, ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুল আউয়াল চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ৫৪টি ইভেন্টে ১৬২ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।