ছাগলনাইয়া পৌর বিএনপি সাবেক সাধারণ মোর্শেদুল হাই মুন্নার ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আলমগীর বিএ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনির আহাম্মদ খোকন। দোয়া মুনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা আবুল বশর।
পৌর বিএনপির আহবায়ক ইউছুফ মজুমদার, রাধানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল হক চৌধুরী মাহবুব, মোর্শেদুল হাই মুন্নার ছোট ভাই আফছারুল হাই উজ্বলসহ দলীয় নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
একইদিন মরহুমের পরিবারের পক্ষ থেকে পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ি দ্বীনিয়া মাদরাসায় কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য মোর্শেদুল হাই মুন্না ২০০৬ সালের এদিনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।