ফেনীর ছাগলনাইয়ায় ভারতীয় শাড়ী ও টি-শার্ট সহ দিদার হোসেন (৩৩) ও এনামুল হক (২৭) কে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় ছাগলনাইয়া থানার এসআই মহিম উদ্দিন,এএসআই মোঃ নিজাম উদ্দিন ও এএসআই সুলতান মাহাবুবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া এলাকা থেকে ১৭৪ পিছ শাড়ী ও ১৫৪ পিছ ভারতীয় টি-শার্ট সহ তাদেরকে আটক করে। দিদার হোসেন ঘোপাল ইউনিয়নের দূর্গাপুর সিংহনগর গ্রামের সফিক আহাম্মদের পুত্র ও এনামুল হক পশ্চিম ঘোপাল গ্রামের মাহবুবুল হকের পুত্র। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান রবিবার তাদেরকে ফেনীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।