ফেনীর ছাগলনাইয়ায় মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারালেন মো. আলাউদ্দিন (৪০) নামে ফেনী পল্লী সঞ্চয় ব্যাংকের এক কর্মকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী–ছাগলনাইয়া সড়কের পাঠাননগর চাঁদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু তাহেরের ছেলে।
আহতরা হলেন– শাহেদা আক্তার (৪০), তার মেয়ে নাফিসা ইসলাম (১১), রাফি (২২) ও সিএনজি চালক মো. হালিম (৩৫)। তারা প্রত্যেকে ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ছাগলনাইঢার চানপুর ব্রিজ এলাকায় ফেনীগামী একটি সিএনজি অটোরিকশা সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে গেলে আরও একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আলাউদ্দিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.হাসান ইমাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও দুটি অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।