ফেনীর ছাগলনাইয়ায় মাহে রমজান উপলক্ষে সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে ছাগলনাইয়া উপজেলায় ২০ হাজার মানুষের মাঝে খাদ্যপণ্য ও বস্ত্রসামগ্রী উপহার প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ছাগলনাইয়ার ডাকবাংলোয় রবিবার (১৭ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যপণ্য ও বস্ত্রসামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সাংসদ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। উপস্হিত ছিলেন সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনে সদস্য এম রবিউল হোসেন মজুমদার বাবু, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমূখ।