ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ নাসিমের পক্ষ থেকে ছাগলনাইয়ায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সালেহ উদ্দিন হোসনে আরা আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সালেহ উদ্দিন হোসনে আারা ফাউন্ডেশনের সদস্য সচিব
জালাল উদ্দীন চৌধুরী পাপ্পুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডা: জাহানারা আরজু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিজের বলা গল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ।উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশার মজুমদার তপন, পৌর মেয়র এম মোস্তফা, জেলা আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, পাঠাননগর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, রাধনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন মজুমদার, ঘোপাল ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, শুভপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহাজাহান মিনু প্রমুখ।
সেলাই মেশিন প্রাপ্ত সকল উপকার ভোগীদের বিনামুল্যে প্রশিক্ষণ দিবেন নিজের বলা গল্প ফাউন্ডেশন।