ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদারের কাপ পিরিচ মার্কার সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মুহুরীগঞ্জ বন্ধন কমিউনিটি সেন্টারে ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজিক ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার হোসেন স্বপন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও ছাগলনাইয়া উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার।
ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এএফএম আজিজুল হক মানিক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক ও ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।
উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাফর উল্যাহ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।