ছাগলনাইয়া উপজেলা শুভপুর নতুন বাজারে হোসেন স’মিল এর মালিক মোশারফ হোসেন জানান আমার স’মিলের একমাত্র রাস্তা শনিবার (৮ জুন) সকালে বিবাদী পারভেজ আলম এর নেতৃত্বে ৩০/৪০ জন বহিরাগত সন্ত্রাসী এনে বন্ধ করে দেয়। এ অবস্থা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মৌখিক অভিযোগ করেছি।
অপরদিকে বিবাদী পারভেজ ভুঁইয়া জানান, মোশারফ হোসেন যেই ভূমি নিজের বলে দাবি করেছে সেই ভূমি মালিক আমরা। রাস্তা চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি কেন করেছেন প্রশ্নের উত্তরে তিনি বলেন সামনে জমি সরকারি জায়গা। যেহেতু পিছনের জমি গুলো আমার তাই সামনের জায়গা গুলি দখলে আনার জন্য রাস্তা চলাচল বন্ধ করে দিয়েছি!!
পরবর্তী ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত ঘটনাস্থল পরিদর্শন করে ৪০ বছরের ব্যবহারের পথ উম্মুক্ত করে দেন।