বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে হিছাছরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলার ১ম ম্যাচে পূর্ব বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাস্পিয়ন হয়েছে। অপরদিকে বালকদের খেলায় পূর্ব বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারায়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর কাজী নুরুল আলম। হিছাছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তৌহিদুল ইসলাম ভুলুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাে: জাকির হোসেন। উপস্হিত ছিলেন হিছাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব , সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, প্রধান সামছুল আরিফ খোন্দকার, শেখ জালাল, আবুল কাশেম, বিবি মরিয়ম প্রমূখ।খেলা পরিচালনা করেন নাসির উদ্দিন মেজর।