ছাগলনাইয়া বাজারকে শীঘ্রই যানজট মুক্ত করা হবে। প্রয়োজনে ফুটপাত মুক্ত করতে হবে। সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে ৩টি করে রাখতে হবে।ছাগলনাইয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ও পৌর মেয়র এম মোস্তফাকে যানজট নিরাসনে অনুরোধ করেন। বৃহস্পতিবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী -২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ
চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য অধ্যাপক ডা: জাহানারা আরজু ,
ত্রান ও সমাজকল্যান উপকমিটির সদস্য জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের
ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, সাধারণ সম্পাদক ও
সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম মোস্তফা,
ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা, ওসি মো: হাসান ইমাম,
ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানমোহাম্মদ সেলিম,
ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম
মাওলানা রুহুল আমিন,ছাগলনাইয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেক,
ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন প্রমূখ।