ফেনীর ছাগলনাইয়ায় আমভর্তি গাড়ি উল্টে তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার বাংলা বাজার নামক স্থানে পাহাড়ি আমভর্তি একটি জিফ গাড়ি উল্টে পড়ে থাকতে দেখা যায়। এতে গাড়ির চালকসহ সাথে থাকা তিন জন আহত হয়।
শনিবার ২২ জুন ভোর ছয়টায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। চালক গাড়িটি ওভারটেকিং করতে গিয়ে সড়কের পাশে খাদে ফেলে দেয়।এলাকাবাসী জানিয়েছেন, ঢাকা -চট্টগ্রাম পুরাতন মহাসড়কের দু পাশে ঘুর্ণিঝড়ে হেলে থাকা বড় গাছ গুলোর কারনে এ সব দূর্ঘটনার অধিকাংশই ঘটছে।