ছাগলনাইয়ায় পিএফজির আয়োজনে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় শনিবার সকালে স্হানীয় ফুড জোন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুলের সভাপতিত্বে ও সুশাসনের জন্য নাগরিক,সুজন ছাগলনাইয়া উপজেলা কমিটির সভাপতি কামরুল হাসান লিটনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সদস্য সচিব, পিএফজির এম্বাসেডর মো: আলমগীর বিএ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোস্তফা ফরায়েজী, ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পিএফজির এম্বাসেডর আক্তার হোসেন স্বপন, সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার,জেলা জাসদের সাবেক সভাপতি ও পিএফজির এম্বাসেডর কাজী আবদুল বারী,কাউন্সিলর ও পিএফজির এম্বাসেডর শাহেনা আক্তার, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর কবির ভুঞাঁ, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনির আহাম্মদ খোকন, এমআইপিএস প্রজেক্টের এরিয়া কোঅডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, ফিল্ড অফিসার খোদেজা বেগম, হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহ্যস্মদ নাছির উদ্দিন প্রমূখ।
এসময় শিক্ষক,ইমাম, ব্যবসায়ি,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পিএফজির উদ্যোগে আগামী সেপ্টেম্বর মাসে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।