সচেতনতা, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে ছাগলনাইয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ( পিএফজি) এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পিএফজি ছাগলনাইয়ার আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পিএফজিএর কো অর্ডিনেটর ও সুশাসনের জন্য নাগরিক ( সুজন) ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কামরুল হাসান লিটনের সভাপতিত্বে এবং সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পিএফজির এম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর বিএ।
বক্তব্য রাখেন সুজন ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোর্শেদ হোসেন, সদস্য সাংবাদিক শেখ কামাল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনির আহমদ খোকনসহ আরো অনেকে।