ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী মালিকদের সংগঠন “এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব ছাগলনাইয়া” এর ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা শনিবার (২ নভেম্বর)বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এতে পূর্বের কমিটি বিলুপ্ত করে পরবর্তী দুই বছরের জন্য পাটোয়ারী ট্রাভেলস্ এন্ড ট্যুরিজম এর স্বত্বাধিকারী আনোয়ারুল আজিম পাটোয়ারী ( আজম) কে সভাপতি ও এস কে ইন্টারন্যাশনাল ট্রাভেল এর স্বত্বাধিকারী শেখ আহাম্মেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ইন্টারন্যাশনাল এন্ড ট্রাভেল এজেন্ট এর স্বত্বাধিকারী আতিক চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মনির ট্রাভেলস এন্ড টুরস এর স্বত্বাধিকারী মোহাম্মদ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শাহিন এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মির্জা মজিবুল করিম শাহীন, প্রচার সম্পাদক রাশেদ এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী রাশেদ আলম, অর্থ সম্পাদক মাসুদ ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুদ।
রাশেদ এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী রাশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয় ইন্টারন্যাশনাল এর পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, কাজী ট্রাভেল এন্ড ট্যুরস এর পরিচালক আ ন ম মাহবুবুল হাছান, ট্রাভেল ক্লাব এভিয়েশন এর স্বত্বাধিকারী মোঃ আবু সাঈদ, সোনালী ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী এয়ার আহমেদ মজুমদার, আল সফিক ওভারসীজ এর স্বত্বাধিকারী সফিকুল আলম মজুমদার, ভূঁইয়া ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী আবুল বাশার ভূইয়া, নুর ট্রাভেলস এন্ড ট্যুরিজম এর স্বত্বাধিকারী মোঃ জিয়াউল হক, দেশ ট্রাভেলস এন্ড ট্যুরস এর ম্যানেজার মোহাম্মদ আবু ইউসুফ ভুঁইয়া, প্রবাসী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর পরিচালক দ্বীন মোহাম্মদ, এম আর এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন, রায়হান ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী ইমরান হোসেন (রায়হান), এয়ার ট্রাভেল নেটওয়ার্ক এর স্বত্বাধিকারী মুহা. নজরুল ইসলাম, ফুয়াদ এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক, ফরায়েজী ট্রাভেলস এন্ড ট্যুরস এর পরিচালক মোহাম্মদ ইমন।
অনুষ্ঠানে বক্তারা এসোসিয়েশন এর মাধ্যমে ট্রাভেল এজেন্সী মালিকদের স্বার্থ রক্ষা, গ্রাহক সেবা নিশ্চিত, সম্প্রীতি বৃদ্ধিসহ কমিউনিটির সকলের মাঝে পারস্পরিক সর্ম্পক উন্নয়নের লক্ষে ও রেমিট্যান্স যোদ্ধাদের বিদেশ গমনের ও ভ্রমণ পিপাসুদের সকল প্রকারের বৈধ সহযোগিতা করবে বলে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেন।