ছাগলনাইয়ায় নানা আয়োজনে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুজনের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন।
সুজন ছাগলনাইয়া শাখার সভাপতি সাংবাদিক কামরুল হাসান লিটনের সভাপতিত্বে ছাগলনাইয়া গণপাঠাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার,
উপজেলা জামাতের সমন্বয়ক মুজিবুর রহমান, ছাগলনাইয়া গণপাঠাগার এর সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম, জেলা জাসদের সাবেক সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর কবির ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর উদ্দিন মজুমদার।
সুজন ছাগলনাইয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক শেখ কামাল, সাংবাদিক মো: নুরুজ্জামান সুমন, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, নজরুল ইসলাম চৌধুরী, ইউনাইটেড ট্রাস্টের ফেনী জেলা সমন্বয়কারী মোহাম্মদ ফয়সল ভূঁইয়া,ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন মজুমদার, সাংবাদিক শাখাওয়াত হোসেন পাটোয়ারী ,শাহ মো: ফয়সাল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট আবদুল ওয়াদুদ শাকিল, সাংবাদিক শাহ আলম, কাজী নুরুল আলম নিলু, মো: আলী, জিয়াউল হক রুবেল, সহকারী শিক্ষক মোতাহের হোসেন, মো: ফরহাদ।
সভায় বক্তারা বলেন, দেশে সুশাসনের জন্য ২২ বছর সুজন কাজ করে যাচ্ছে। সুজন মানুষকে সচেতন, সংগঠিত ও সোচ্চার করেছে বলেই ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করার জন্য বক্তারা অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।