প্রেস বিজ্ঞপ্তি: ১৬ নভেম্বর, ২০২৪ঃ
ফেনীর ভয়াবহ বন্যা ছাগলনাইয়া থানার ঘোপাল তদন্ত কেন্দ্রে বিভিন্ন আসবাবপত্র ও একমাত্র কম্পিউটারটি বন্যার পানিতে নষ্ট হয় যায়, যার পরিপ্রেক্ষিতে ঘোপাল তদন্ত কেন্দ্রে একটি কম্পিউটার/লেপটপ জরুরি ছিল।
ফেনীর মানবিক সংগঠন পায়রা ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে ছাগলনাইয়া থানার ঘোপাল তদন্ত কেন্দ্রে একটি ল্যাপটপ বিতরণ করা হয়।
পায়রার পক্ষে ঘোপাল তদন্ত কেন্দ্র কার্যালয় ল্যাপটপটি গ্রহণ করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব শিমুল কুমার মহন্ত। এ উপস্থিত ছিলেন এসআই জনাব শাহ আলম ও এএসআই জাহাঙ্গীর।
পায়রা ইয়ুথ সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ সায়েম, পরিচালক অর্থ জিয়াউল হক মিলন প্রমুখ।