1. info@www.fenirkantho.com : news :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতে অনুষ্ঠিতব্য কনফারেন্স আনোয়ার হোসেন ভূঁইয়ার যোগদান সম্মাননা পেলেন ফেনীর কৃতিসন্তান এডভোকেট মোহাম্মদ হানিফ মজুমদার। সন্মাননা পেলেন এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন ভুঁঞা ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়ায় ফের ভিপি জমি দখলের চেষ্টা দ্বিতীয় বার চলাচলের পথ উন্মুক্ত করল উপজেলা প্রশাসন ছাগলনাইয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মানবাধিকার সুরক্ষায় অপরিহার্য গনতন্ত্র ছাগলনাইয়ায় পিএফজির আয়োজনে পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত  ঘোপাল তদন্ত কেন্দ্রে পায়রার ল্যাপটপ বিতরণ ছাগলনাইয়ায় নানা আয়োজনে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ছাগলনাইয়ায় ফের ভিপি জমি দখলের চেষ্টা দ্বিতীয় বার চলাচলের পথ উন্মুক্ত করল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের শুভপুর নতুন বাজারে সরকারি ৮ শতক ভিপি জমি স্থানীয় মোশারফ হোসেনের নিকট বন্দোবস্তী দেয়া হলেও ঐ জমি নিজের দাবি করে বেআইনিভাবে দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় মোঃ পারভেজের বিরুদ্ধে। দেখলের চেষ্টাকারী পারভেজ চলতি বছরের ৮ জুন উক্ত ভিপি জমির চলাচলের পথ জোর খাটিয়ে বন্ধ করলে খবর পেয়ে তাত্ক্ষণিক পথটি উন্মুক্ত করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত। এ বিষয়ে গত ৯ জুন দৈনিক ফেনী পত্রিকায় ‘এসিল্যান্ডের পদক্ষেপে উন্মুক্ত হল চলাচলের পথ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ছয়মাস ব্যবধানে সেই ভিপি জমি (বন্দোবস্তী নং-১৬৭/৪৬, ৬৬-৬৭) পুনরায় দখলের পায়তারা করে পারভেজ। ২৮ ডিসেম্বর পুর্বের ন্যায় জোর খাটিয়ে টিনের ভেড়া দিয়ে জমির চলাচলের পথটি বন্ধ করে সে। খবর পেয়ে গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) সেনাবাহিনীর একটি টিম ও আনসার সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করে অবরুদ্ধ পথটি বছরে দ্বিতীয় বারের মতো উন্মুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত। জানাগেছে, ১৯৯৪ সাল থেকে উক্ত ভিপি জমি সরকার থেকে বন্দোবস্তী প্রাপ্ত হয়ে স্থানীয় মোশারফ হোসেন স-মিল পরিচালনা করে আসছেন। মোশারফ হোসেনের অভিযোগ, ফজরুল হক জন্টু চৌধুরীর ছেলে মোঃ পারভেজ আমার বন্দোবস্তী প্রাপ্ত জমি বেআইনি ভাবে দখল করার জন্য একাধিকবার জোর খাটিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেয়। তিনি জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় পথটি দ্বিতীয় বার উন্মুক্ত করা হয়। এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত জানান, উক্ত ৮ শতক ভিপি জমি ১৯৬৫ সালে সড়ক ও জনপদ বিভাগ অধিগ্রহণ করে এবং বর্তমানে জমিটি মোশারফ হোসেন নামক ব্যক্তির নিকট সরকার লিজ প্রদান করে। তিনি জানান, গত জুন মাসে পারভেজ নামক ব্যক্তি জমির তার দাবি করে চলাচল পথ বন্ধ করার পর আমরা উন্মুক্ত করি এবং এ জমি অধিগ্রহন হয়নি এমন প্রমাণ দিতে পারভেজকে সময় দেয়া হলেও সে প্রমাণ দিতে পারেনি। এসিল্যান্ড আরো জানান, পারভেজ চলতি বছর দুইবার এ ভিপি জমি অবৈধভাবে দখলের ধৃষ্টতা দেখিয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ পারভেজের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং