ফেনীর ছাগলনাইয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ধারাবাহিকতায় পঞ্চম ধাপে রোববার সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
গণ ভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাগলনাইয়া মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ফেনী -১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ,ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (সমন্বয় কমিটি) মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, মডেল মসজিদ নির্মাতা প্রতিষ্ঠান পোর্টল্যান্ড ইন্টারন্যাশনালের ব্যবস্হাপনা অংশীদার মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, ফেনীর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন,ইসলামিক ফাউন্ডেশনের ফেনীর উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহ,ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ওসি সুদ্বীপ রায়, ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, ইসলামিক ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছুল ইসলাম জাকারিয়া প্রমূখ