বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নিজপানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় ১ম ব্যাচে নিজপানুয়া সরকারি প্রাাথমিক বিদ্যালয় বালিকা দল ২-০ গোলে দক্ষিণ লাঙ্গলমোড়া সরকারি প্রাাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের ২য় ম্যাচে চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল টাইব্রেকারে ৪-২ গোলে পূর্ব বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে এসিল্যান্ড মো: ফখরুল ইসলামের
সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপস্হিত ছিলেন পৌর মেয়র এম মোস্তফা, ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা শিক্ষা অফিসার মো মনিরুজ্জামান মোল্লা, সহকারি শিক্ষা অফিসার মো: শাহ আলম, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্বল, কাউন্সিলর হাবীবুর রহমান পাটোয়ারী, মোজাহারুল ইসলাম মুসা, ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, প্রধান শিক্ষক জাকির হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, কাজী নুর আলম নিলু প্রমূখ। অনু্ষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক ইকবাল হোসেন ও তৌহিদুল ইসলাম ভুলু।