বিএসটিআই’র নিবন্ধন ব্যতীত মিষ্টি, দই উৎপাদন ও বিক্রির অপরাধে ছাগলনাইয়া বাজারে তিনটি মিষ্টি দোকানের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরের দিকে উক্ত আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ। এসময় প্রসিকিউটর ছিলেন- বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।
বিএসটিআই’র ফিল্ড অফিসার জানান, ছাগলনাইয়া বাজারে মেসার্স খন্ডল মিষ্টি মেলা, মেসার্স মুসলিম খন্ডল মিষ্টি ও মেসার্স মায়ের দোয়া খন্ডল মিষ্টি বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করে মিষ্টি, দই উৎপাদন ও বিক্রি করছিলেন যা প্রচলিত আইনে বেআইনি। এই অপরাধে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।