ফুলগাজীতে খড়ের গাদার নিচে চাপা পড়ে প্রবাসীর স্ত্রী সহ দুই সন্তানের মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,ওই ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর তিতা ফকির বাড়ির দুবাই প্রবাসী টিপু আলমের স্ত্রী জাহানার আক্তার সুমি (৩৫),ছেলে সাইমুন (৬) ও আবু সাঈদ(৪)।
স্থানীয় সূত্রে জানা যায়,টিপুর স্ত্রী সুমি ঘটনার দিন বাড়িতে থাকা নিজেদের খড়ের গাদা থেকে খড় নেওয়ার সময় খুটি ভেঙে পুরো গাদাটি তাঁর উপর এসে পড়ে। এসময় মায়ের সঙ্গে থাকা ছোট্ট শিশু সাইমুন ও আবু সাঈদও খড়ের নিচে পড়ে যায়।
বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাদের উদ্ধার করে পাশের উপজেলা ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩জনকেই মৃত ঘোষণা করা হয়।